প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ একটি ক্রান্তিকাল পার হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে বক্তব্য রেখেছেন, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি।
ফখরুল বলেন, আমি আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন। আমি কেন বার বার নির্বাচনের কথা বলছি। কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক, না যাক, সেটা বড় বিষয় নয়। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে সংঘাতে জড়াতে চাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে।
আজ সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এখন একটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা বুঝতে হবে। বুঝতে হবে, ছেলেরা কী বলছে। আমাদের মধ্যে অনেকে আছে- ছেলেরা সব আন্দোলন একাই করেছে সেটা মানতে রাজি না। এটা অনেকে জোরেসোরে মিটিংয়ের মধ্যেই বলছে। সত্য কথা, আমরা ১৫ বছর ধরে লড়াই-সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা খেয়েছি, জেলে গেছি। তারপরও শেষ লাথিটা গোলে কে মেরেছে?
তিনি বলেন, আমরা যখন সারাদেশে বিভাগীয় সমাবেশ করছি, তখন আমি আমার বক্তব্যে একটা কথা খুব জোর দিয়ে বলতাম। আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র-তরুণরা যদি সঙ্গে না আসে, তাহলে গুলি বুক পেতে নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার প্রতীক ছাত্র, তরুণ, যুবক। বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাঈদ রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অব মুভমেন্ট। এই বিষয়টি আমাদের চিন্তা করতে হবে। সুতরাং, ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, দেশ ও জাতির মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। কারণ এই ধরনের সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) যতদিন বেশি থাকে, তত সমস্যা তৈরি হবে। কারণ এর তো মেন্ডেট নেই। এ তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? আমরাও সংস্কার চাই, তবে তা যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয়, যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হয়, যে আপনি (অন্তর্বর্তীকালীন সরকার) থেকে যেতে চাইছেন।