বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময়
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:৪৪ PM
পুলিশ কখনো কাউকে হয়রানি করে না। আপনারা যদি প্রকৃত আসামীদের ছাড়া অন্য কাউকে মিথ্যা ভাবে মামলায় না জড়ান তাহলে প্রকৃত আসামীরাই তদন্তে জড়াবে, তাই মামলা দেবার ক্ষেত্রে সঠিক তথ্য দিন। এতে নিরপরাধ মানুষ হয়রানি হবে না পাশাপাশি মামলার তদন্তও দ্রুত হবে।  

সিরাজগঞ্জের শাহজাদপুরে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান।  

মঙ্গলবার বিকালে পৌর এলাকার রাবিন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে মানুষ পুলিশের উপর দায় চাপায় আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে সঠিক ভাবে নিজেদের কাজ করলে সমাজের কোন হানী হবে না। 

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের কার্যক্রম তরান্নিত হয়েছে। এছাড়া যেকোন ঘটনায় সাথে সাথেই তার প্রতিকার করা হচ্ছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, এটির সুষ্ঠু তদন্ত করে আসামীদের ধরা হবে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি  ইকবাল মাহামুদ হিরু সাধারন সম্পাদক আরিফুর জামান আরিফ, উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মালেক, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী,শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনিক হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামের নেতাকর্মীসহ প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত