টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টোকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
আসলাম সিদ্দিকী ভুট্টো কালিহাতী পৌরসভার কালিহাতী গ্রামের মৃত আবুল হোসেন সিদ্দিকীর ছেলে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, বিগত পৌরসভা নির্বাচনের সময় কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে আটক করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।