শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
পরশুরামে যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭:৪৮ PM
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে পৌর এলাকার ফেনী পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক থেকে একটি কাভার্ড ভ্যানসহ প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি,কাপড় জব্দ করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে  উদ্ধার করা হয়। 

পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মালামালগুলোর জব্দ তালিকা তৈরি করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অভিযান চালিয়ে শাড়ি,কাপড়, থ্রী পিস ও ওড়না ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন  ১৯৩৬৮) আটক করে পরশুরাম মডেল থানায় নিয়ে আসে। অভিযানে পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক মুন্না দে। 

এদিকে শুক্রবার রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজসপুর থেকে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সদস্যরা।

ক্যাপ্টেন কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত শাড়ি কাপড়ের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।আটককৃত মালামাল পরশুরাম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত