বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিলীপ কুমার নাথ বলেন, ‘আদালত জামিন নাম মঞ্জুর করেছেন। আমরা আগামীকাল (মিস কেস) মামলা দায়ের করব।’
জানা গেছে, চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের মামলায় বেলা সাড়ে ১১টায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয়। শুনানি শেষে কাজী শরিফুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসময় আদালত পাড়া জুড়ে জয় শ্রীরাম শ্লোগান তুলে চিন্ময় দাশের মুক্তির দাবী জানায় বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারী।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেয়া হয়।
গতকাল (২৫ নভেন্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটকের পর চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ের মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন সনাতন সম্প্রদায়ের লোকজন৷