শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চট্টগ্রাম আদালতে দুই পক্ষের সংঘর্ষে আইনজীবী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৫:৫৯ PM আপডেট: ২৬.১১.২০২৪ ৬:০১ PM
চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছে। 

নিহত আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনা আরও অন্তত ১০ জনের মতো আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল, এনামুল হকসহ অনেকে। এছাড়া আহত অনেকের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত কারাগারে পাঠালে সনাতনীরা আদালত চত্বরে প্রায় তিনঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয়। এর মধ্যে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলাবাহিনীর অনুপস্থিতিতে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় ইটপাটকেলের আঘাতে গুরুত্বর আহত হন শিক্ষানবীশ আইনজীবী সাইফুল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এতে অনেকেই গুরুতর আহত হয়ে বর্তমানে চমেকে চিকিৎসা নিচ্ছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত