বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিবিসিএফ কক্সবাজার জেলার নতুন কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন বিভাগের রেস্ট হাউজে বিবিসিএফ কক্সবাজার জেলার নতুন কমিঠির সদস্যরা প্রধান বন সংরক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী বলেন, সারাদেশে বন বিভাগের সহযোগী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে বিবিসিএফ এর সদস্যরা। জীববৈচিত্র ও বন সংরক্ষণে বিবিসিএফ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি এসময় বিবিসিএফের কার্যক্রমের প্রশংসা করেন।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম অঞ্চলের বম সংরক্ষক মোল্যা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিবিসিএফ কক্সবাজার জেলা কমিটির সহসভাপতি শামশুল আলম শ্রাবণ, সাধারণ সম্পাদক মিনার হাসান, প্রচার সম্পাদক তারেক হায়দার।
বিগত সরকারের আমলে কিছু আমলা আর সরকারের দোসররা কক্সবাজারের পরিবেশকে ধ্বংস করেছে বলে সভায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাহেদ মুহাম্মদ লাদেন।
এ সময় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী ও বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা মোল্যা রেজাউল করিম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মারুফ হোসাইন, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নুরুল ইসলামসহ বিবিসিএফ কক্সবাজার জেলার নতুন কমিঠির সদস্যরা উপস্থিত ছিলেন।