রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৬ PM
লক্ষ্মীপুরে গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়। বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪ দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রুবেল হোসেন (২৮) ও আবুল কালাম (২৬)। রুবেল জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদার হাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত বাসের চালক ও মালিক।

অন্য নিহত আবুল কালাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি। আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুরের সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)।

মানহীন বা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের গ্যাস রিফিলের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। গেল দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। বার বার দুর্ঘটনাকে কর্তৃপক্ষের অবলেহাকে দায়ি করা হচ্ছে। 

স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী 'আল মদিনা পরিবহন' (চট্ট মেট্রো-ঝ ১১- ১৯৩০) নামের একটি বাস গ্যাস নিতে গ্রীন লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের লোকজন। বিস্ফোরণে ঘটনাস্থলে আবুল কালামের মৃত্যু হয়৷ আহত হয় তিনজন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আহত বাস চালক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা। নিহত আবুল কালামের মৃতদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়।

তবে গ্রীন লিফ সিএনজি ফিলিংস স্টেশনের ম্যানেজার আল আমিন দাবি করেন, যে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেগুলোর মেয়াদ রয়েছে। 

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আবুল কালাম ও রুবেল হোসেন নামের দুইজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি, এতে যদি কারও ক্রুটি পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, একই ফিলিং স্টেশনে গত ১৪ অক্টোবর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু ও ৯ জন আহত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত