বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
আমরা ‘বিদেশি বন্ধু’ চাই, কোনো ‘প্রভু’ চাই না: জামায়াত আমীর
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৩:২৯ PM
আমরা বিদেশি বন্ধু চাই, কোনো প্রভু চাই না- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা জামায়াতের আয়োজনে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমীর বলেন, ‘আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করবে। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। এই দায়িত্ব পালনের জন্য জামায়াতের কর্মীরা আপনাদের পাশে রয়েছে। আমাদের লক্ষ লক্ষ কর্মী আওয়াজ তুলে বলছে- আমরা জীবন দেব, তবু বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশি বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সম-মর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব।’

ড. শফিকুর রহমান আরও বলেন, ‘কারো লাল চোখের দিকে আমরা তাকাব না এবং আমাদের দিকে কেউ লাল চোখে তাকাবে সেটাও বরদাস করব না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো স্থানে বন্দি হওয়ার জন্য নয়, সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য।’ 

জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেনসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত