বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ঈশ্বরদীতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:০৭ PM
পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে লিপু (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাকশীর রূপপুর বিবিসি বাজার-সংলগ্ন রূপপুর কিন্ডার গার্ডেনের পাশে এ ঘটনা ঘটে। 

লিপু (৪০) উপজেলার পাকশীর চররুপপুর ফটু মার্কেট এলাকার লতিফ প্রামাণিকের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কর্মী।

পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক বলেন, আমার দলের কর্মী লিপু, রাসেল, সজীবসহ চার-পাঁচজন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় টনি বিশ্বাসের ভাতিজা চন্দন, জ্যোতি, কালুসহ কয়েকজন তাদের বাধা দেয়। তারা লিপুদের টনি বিশ্বাসের গ্রুপের হয়ে কাজ করতে বলেন। এতে রাজি না হওয়ায় হামলা করে। এক পর্যায়ে লিপুর বাম পায়ে গুলি করে টনি বিশ্বাসের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিপুকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, আমি পারিবারিক কাজে বাহিরে আছি। আমার কোনো ভাতিজা বা কর্মী কারও ওপর হামলা বা গুলি করেনি। কারা গুলি করেছে আমি জানি না।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, রূপপুর ফাঁড়ির মাধ্যমে সংঘর্ষের খবর পেয়েছি।  পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত