বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
টঙ্গীতে ছিনতাইয়ের প্রতিবাদে রফিকুল ইসলাম মাদানির বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ PM
গাজীপুরের টঙ্গীতে রাত হলেই চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধি পাওয়া, দেশীয় অস্ত্র দিয়ে গাড়ি ভাংচুর করে টাকা পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করে নেওয়া সহ যাত্রীদের আহত করার ঘটনায় প্রশাসনের অবস্থান হতাশাজনক হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশিষ্ট ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। 

টঙ্গীর সর্বস্তরের জনগণের ব্যানারে মঙ্গলবার বিকেলে স্থানীয় স্টেশন রোড এলাকায় এই কর্মসুচী অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রশাসনের কাছে মৌখিক ভাবে অভিযোগ দেন তিনি।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় তিনি বলেন, আমরা একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। টঙ্গী অঞ্চলের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাতে যারা চলাফেরা করেন তারা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এটা চরম উদ্বেগের বিষয়। 

তিনি আরো বলেন, আমরা যখন এই সব বিষয়ে কথা বলি আওয়ামী লীগের লোকজন হাস্যরস করে। তারা বলে আমরা নাকি আন্দোলন করে এই পরিস্থিতি সৃষ্টি করেছি। অতএব প্রশসানের কাছে অনুরোধ করবো নতুন সরকারকে হাস্যকর বানাবেন না। জনগনের জানমালের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। দায়িত্ব পালন করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হবে। সকলের কাছে কাছে অনুরোধ এইসব ছিনতাইকারীদের চিহ্নিত করুন। তাদের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তুলুন। 

এসময় উপস্থিত ছিলেন, মুফতি হাফিজুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুস সালাম, মুফতি ইব্রাহিম খলিল, মুফতি নুর মোহাম্মদ ও মুফতি তানভীর আল মাহমুদসহ বিভিন্ন মসজিদের ইমামসহ সাধারণ এলাকাবাসী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত