বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
কনজ্যুমার কমপ্ল্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CCMS) শীর্ষক ওয়েব পোর্টাল উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:০০ PM
আজ (২০ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অনলাইন ভিত্তিক অভিযোগ ব্যবস্থাপনা তথা কনজ্যুমার কমপ্ল্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CCMS) শীর্ষক ওয়েব পোর্টাল এবং সফটওয়্যার উদ্বোধন করা হয়। এ সিস্টেম উদ্বোধন করেন  অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। 

এছাড়া অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং অন্যান্য বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অনলাইনে জুম প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন। 
 
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০২৫ থেকে উক্ত সিস্টেমটি ঢাকা মহানগর ও জেলায় পাইলটিং করা হয় এবং বিভিন্ন পর্যায়ে অংশীজনের মতামত গ্রহণ শেষে আপডেট করা হয়। পাইলটিং শেষে আজ থেকে এটা সারাদেশের জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে ক্ষতিগ্রস্ত ভোক্তাগণ অভিযোগ দায়ের করতে পারবেন। এতে অভিযোগ  আরো দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত