বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল পৌর এলাকার জামতলা মোড়ে গফরগাঁও উপজেলা, পৌরসভা, পাগলা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ খান।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় আলোচনার সভার সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আল ফাতাহ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম এক দফা হলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। এখনও ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ ছাড়াও এ্যাড. আল ফাতাহ খান বলেন, বিএনপি একটি জনগণের দল, যেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে এবং সে লক্ষ্যেই এই দল কাজ করছে।
তিনি বলেন, বিগত সময়ে আমি নির্যাতিত নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব। এ সময় তিনি গফরগাঁওকে একটি মডেল উপজেলা গড়তে সবার সহযোগিতায় কামনা করেন।
আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহবায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহবায়ক মোঃ সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, জেলা দক্ষিণ যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সজিব, সদস্য উজ্জ্বল আহমেদ প্রমুখ।