ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. মুরাদ হোসেন (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা ছিলেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ছিল। তার হাজতি নম্বর ১৬৪৪/২৫।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী বকুল জানান, বিকেল সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।