মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:০৪ PM
কুষ্টিয়া দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও ১০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে। 

ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকন (২০)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালান যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। লিয়াকত মেম্বার বৈরাগীরচর এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লিয়াকত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী বিএনপির নেতাদের সাথে তার খুব ঘনিষ্ঠতা। তিনি মাদক ও অস্ত্রের ডিলার। অভিযানের বিষয়টি টের পেয়ে লিয়াকত পালিয়ে যায়। 

স্থানীয়রা আরও বলেন, আটক লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার ছেলে আব্রাহাম লিংকনও তাদের ব্যবসার সাথে জড়িত। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ালেখা করে। লিয়াকত দেশব্যাপী মাদক ও অস্ত্র ব্যবসা করে। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সাথে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা করেছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত