অবশেষে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন সহ যানবাহ ও পথচারিদের চাওয়া পূর্ণ হতে চলছে।
হরিণাকুণ্ডু বাজারের মাঝখান থেকে বহমান প্রশস্ত প্রধান সড়কের দুই পার্শে অবস্থানরত দোকান মালিকরা অবৈধ স্থাপনা ণীর্মান করে সংকৃর্ণ করায় সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত বাড়ছিলো জীবন হরণ ও পঙ্গুত্ব।
সড়ক পথ ব্যাবহারকারী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা সহ সড়ক দুর্ঘটনা এড়াতে হরিণাকুণ্ডু বাজারের প্রধান সড়ক অবমূক্তকরণ এর লক্ষে দুই পার্শের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বি,এম তারিক-উজ- জামান এর নেতৃত্বে একতারার মোড় থেকে হরিণাকুণ্ডু বাজারের কসাইখানা মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে।