বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
স্বাধীন দেশে শিল্পীদের ‘পরাধীন’ ভাবছেন পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২:০৭ AM
জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্টটিতে তিনি শিল্পীদের প্রতি চলমান বাধা ও হেনস্থার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান।

পরীমণি লিখেছেন, এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!

তিনি আরও উল্লেখ করেন, তার মতোই আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পরশীও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন পরীমণি।

ক্ষোভ প্রকাশ করে পরীমণি লিখেন, কি বলার আছে আর... এ দেশে সিনেমা-বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! আমরা কি তখন তাহলে 'ইমোশনালি ব্যবহার' হয়েছিলাম? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।
আলোচিত এই স্ট্যাটাসের কমেন্টবক্সে অনেকেই প্রশ্ন তুলেছেন, শিল্পীদের প্রতি এমন আচরণ কেন? কেন তারা স্বাধীন দেশে নিরাপত্তাহীনতা অনুভব করবেন?

পরীমণির এই স্ট্যাটাসের প্রেক্ষিতে শিল্পীদের সৃজনশীলতা এবং তাদের স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানাচ্ছেন দর্শকসহ শিল্পী সমাজের অনেকেই।

উল্লেখ্য, পরীমণির এই স্ট্যাটাস মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে বিনোদন সংশ্লিষ্ট এবং সাধারণ জনগণের মধ্যে আলোচনার ঝড় তোলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটি মাত্র এক ঘন্টায় প্রায় ৪ হাজার বার শেয়ার হয়েছে এবং মন্তব্যের ঘরে ইতোমধ্যেই ২৪ হাজার কমেন্ট এসেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত