বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ‘বাংলাদেশের কসাই’ বললেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:৩৩ PM
বিগত সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘বাংলাদেশের কসাই’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল ছিলেন ‘বুচার অব বাংলাদেশ’।

আজ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিকশা চালকদেরকে, শ্রমিকদেরকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম আসামি হচ্ছেন তিনি (আসাদুজ্জামান খান)। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিয়ে যারা নিউজ করছে, তাদের মানটা আপনি বোঝেন। এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ ব্রুচারকে প্ল্যাটফর্ম দেয় না। আসাদুজ্জামান খান কামাল ইজ অ্যা ব্রুচার অব বাংলাদেশ।

এসময় উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন। রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন ওই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সহায়তা অব্যাহত থাকবে। আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইউএসএইডের মূল সাহায্য আসে রোহিঙ্গা নিয়ে। সাত বছর ধরে রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র ২ বিলিয়ন ডলারের বেশি দিয়েছে। আমরা আশা করছি তাদের কন্ট্রিবিউশন চলমান থাকবে। এতে কোনো ধরনের প্রভাব পড়বে না। এটা ৯০ দিনের জন্য করা হয়েছে। আর বাংলাদেশে ডোনেশন আগে থেকেই অনেক কমে গেছে। বাংলাদেশে এর বড় কোনো প্রভাব পড়বে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত