আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোববার নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না। বিশেষ করে জাতীয় নেতাদের সহযোগিতা অপরিহার্য, যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা রয়েছে।
সভায় সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশনকে একাধিক চ্যালেঞ্জিং কাজ সামলাতে হয়েছে। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ছিল একটি বড় কর্মযজ্ঞ। প্রায় ৭৭ হাজার লোক মাঠে কাজ করেছেন। এছাড়া প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৪০ লাখেরও বেশি ভোটারের নাম শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা তালিকায় ছিলেন না।
নির্বাচন কমিশন নতুন কিছু উদ্যোগও নিয়েছে। ডায়াসপোরাদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ লোক যাতে নিজেরা ভোট দিতে পারেন, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের বাইরে পোস্টেড সরকারি কর্মকর্তা এবং কারাগারে থাকা নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সিইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কিছুটা বিলম্বে শুরু হওয়াকে স্বীকার করে বলেন, আমরা এত কাজের চাপের মধ্যে পড়েছিলাম। তবে নির্বাচনী সংস্কার কমিশন এই কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং সরকারের পক্ষ থেকেও কিছু বিষয় স্ব-উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।
তিনি নির্বাচনী আচরণ বিধিমালার গুরুত্ব তুলে ধরেন এবং রাজনৈতিক নেতাদের অনুরোধ করেন, বিধিমালা মনোযোগ দিয়ে পড়ে তাদের দলের কর্মীদের কাছে প্রচার করতে। সুষ্ঠু নির্বাচনের জন্য আচরণ বিধিমালা মেনে চলাই এক গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।