জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের নির্দেশনা অনুযায়ী ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এর নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন জিনজিরা বাজার এবং ঢাকা মহানগরের নয়াবাজারে ভোজ্য তেলের উপর তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক (মেট্রো-১) মোঃ আব্দুল জব্বার মন্ডল।
অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বোতলজাত সয়াবিন ও খোলা সয়াবিন তেল বিক্রয়, বোতলজাত সয়াবিন তেলের সাথে চিনি, আটা, ময়দা, চা পাতা, পোলাওয়ের চাল ইত্যাদি ক্রয় করতে বাধ্য করা ইত্যাদি অপরাধে জিনজিরা বাজারের নিজাম এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা, রহমান জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, জাকির জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, মদিনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা এবং নয়াবাজারের মা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স মনোয়ার স্টোরকে ৫ হাজার টাকাসহ ৬ প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উল্লেখ্য, অভিযানে বাজারে সয়াবিন তেলের অপেক্ষাকৃত কম সরবরাহ লক্ষ্য করে গেছে এবং খুচরা, পাইকারি ও ডিলার কোন পর্যায়ে ভোজ্যতেল ক্রয় বিক্রয়ের পাকা ক্যাশ মেমো সরবরাহ করা হচ্ছে না মর্মে জানা যায়।