সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
স্যুটকেসে মিলল কংগ্রেস নেত্রীর মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:৩১ PM আপডেট: ০৩.০৩.২০২৫ ৭:৩৫ PM
সামাজিক মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ২২ বছরের তরুণী হিমানি নারওয়াল। কংগ্রেসের তৃণমূলে তাকে নিয়ে সম্ভাবনা দেখছিলেন অনেকে। তবে সেই সম্ভাবনার শেষ হলো বেশ নির্মমভাবেই।

ভারতের হরিয়ানা রাজ্যের এ তরুণ কংগ্রেস নেত্রী নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত নীল স্যুটকেসে পাওয়া যায় হিমানির মৃতদেহ। এঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ ধারণা শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দিল্লি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক কংগ্রেস নেত্রীর প্রেমিক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমেগুলো।

হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, রোববার গভীর রাতে দিল্লি থেকে দুই যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেপ্তার করা হয়। আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেইল করে অর্থ নিয়েছিলেন। সেই রাগেই তাকে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

যে ট্রলিব্যাগ থেকে হিমানীর লাশ উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, হিমানীকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে।

হিমানীর মা সবিতা বলেন, ‘খুনি পরিচিত কেউ। তিনি হয় দলের কেউ, অথবা তিনি আমাদের আত্মীয়। হিমানীর বন্ধুও কেউ হতে পারেন। কারণ তারাই বাড়িতে আসতে পারেন। আমি নিশ্চিত কেউ আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। তাই মেয়ে প্রতিবাদ করে। আর সেই কারণেই এ ঘটনা ঘটে।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হত্যার আগে হিমানীকে ব্যাপক মারধর করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। গলায় স্কার্ফ জড়ানো ছিল হিমানীর। এটা থেকে পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত