ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গোপন সূত্রে ভিত্তিতে ৭০ কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেন্সিডিল ও ৬৮০ বোতল স্কপ সিরাপসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন, কাশিনগর পূর্ব পাড়া (খাঁ বাড়ি), ৭নং ওয়ার্ডের মৃত চানমিয়া খান এর ছেলে মো: উজ্জল খান (৩২)।
সোমবার আনুমানিক রাত ৯:৪৫ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের দাসপাড়া খালের উত্তর পাশে সবজি ক্ষেতের ভিতর থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, গোপন সূত্রে ভিত্তিতে বিজয়নগর থানার ফোর্স সহ যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করে আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।