শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার ও শাস্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৬:৩১ PM
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সহ-সভাপতি রবিউল আহসান প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। তিনি দেশকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন।

তার কারণেই শেখ হাসিনা আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। গণতন্ত্র ধ্বংস করার পেছনে তারই ভূমিকা মুখ্য। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, পুরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন খায়রুল হক।

আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশকে ধ্বংস করেছিলেন তিনি। তার কারণে শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করতে সাহস পেয়েছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম জানান, বিচারপতি খায়রুল হক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একজন বিচারপতি নামের কলংক তিনি।

আমরা সরকারের কাছে আহবান জানাচ্ছি, অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় দেশের আইনজীবীরা বসে থাকবে না, বৃহত্তর কর্মসুচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত