বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার দেবডাঙ্গা এলাকায় যমুনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের দুই ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। তারা পেশায় মাছ ধরার কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় মনমত ও সবুজ যমুনা নদীর পশ্চিম তীরে একটি নৌকায় বসে মাছ ধরছিলেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তা সরাসরি তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় নদীতে আরও কয়েকজন মাছ ধরছিলেন, তবে তারা অক্ষত রয়েছেন। নিহতদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।