বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
সামরিক শক্তিতে কে কতটা প্রস্তুত—ভারত না পাকিস্তান?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:০৪ AM আপডেট: ০৭.০৫.২০২৫ ৬:২৯ AM
লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট পর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যের ভিত্তিতে ভারত-পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট পর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যের ভিত্তিতে ভারত-পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

বাহিনীতে সদস্য 
ভারতের বিভিন্ন বাহিনীতে মোট ১৪ লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনা বাহিনীতে ১২ লাখ ৩৭ হাজার, নৌ বাহিনীতে ৭৫ হাজার ৫০০, বিমান বাহিনীতে ১ লাখ ৪৯ হাজার ও ১৩ হাজার ৩৫০ সদস্য রয়েছে কোস্ট গার্ডে।

অপরদিকে পাকিস্তানের তিন বাহিনীতে মোট সদস্য রয়েছে ৭ লাখ। এর মধ্যে সেনা সদস্য ৫ লাখ ৬০ হাজার, বিমান বাহিনীতে ৭০ হাজার আর নৌ বাহিনীতে কাজ করছে ৩০ হাজার।

স্থল শক্তি
ভারতের অস্ত্রসম্ভারের মধ্যে কামান রয়েছে ৯ হাজার ৭৪৩টি। বিপরীতে পাকিস্তানের রয়েছে ৪ হাজার ৬১৯টি। ভারতের ট্যাংক রয়েছে ৩ হাজার ৭৪০টি, পাকিস্তানের কাছে আছে ২ হাজার ৫৩৭টি।

আকাশ শক্তি
ভারতের যুদ্ধবিমান রয়েছে ৭৩০টি। আর পাকিস্তানের বহরে রয়েছে ৪৫২টি।

নৌ শক্তি
ভারতের কাছে রয়েছে ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি যুদ্ধজাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে আটটি সাবমেরিন ও ১০টি যুদ্ধজাহাজ।

পারমাণবিক অস্ত্র
পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানে সমান দেশ দুটি। ভারতের কাছে রয়েছে ১৭২টি, বিপরীতে পাকিস্তানের আছে ১৭০টি।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। তাতে ২৬ জনের প্রায় যায়।

ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে; একে অপরের নাগরিকদের ‘বিতাড়িত’ করাসহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। এখন বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত