শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ফিলিস্তিনিদের পাশে মাস্তুলের সচেতনতামূলক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৯:১৪ PM
ফিলিস্তিনের   জনগণের প্রতি সমর্থন ও সংহতি  জানাতে জাতীয় দাতব্য সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’।

গতকাল (শনিবার) রাজধানীর গুলশানে একটি কনভেনশন হলে বিশেষ সচেতনতা কর্মসূচি ‘স্ট্যান্ডউইথ প্যালেস্টাইন’ আয়োজন করেছে।

এ কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনের জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, মানবিক সঙ্কট এবং বেঁচে থাকার আশায় জীবনযুদ্বের মর্মস্পর্শী বর্ননা তুলে ধরা হয়।

মাস্তুল ফাউন্ডেশনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন,  ‘এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ফিলিস্তিনের জনগণের জন্য আশা জাগিয়েছে, আমাদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। মাস্তুল ফাউন্ডেশনের এই মানবিক কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান"।

মাস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান বলেন,‘আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বছরের পর বছর ধরে তারা যে অবিচার ও কষ্টের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। এ কর্মসূচির মাধ্যমে আমরা ফিলিস্তিনের মানুষের দুর্দশা এবং তাদের প্রতি আমাদের সমর্থন বিশ্ববাসীর তুলে ধরতে চেয়েছি।’

অনুষ্ঠানে ফিলিস্তিনের শিক্ষার্থ এবং গাঁজায় বসবাস করা পরিবারের তাদের দুর্বিষহ অভিজ্ঞতার বর্ণনা করেন। তাদের মুখ থেকে সরাসরি তাদের জীবনের কঠিন বাস্তবতা এবং বেঁচে থাকার আকুতি উপস্থিত সকলকে গভীরভাবে মর্মাহত করেছে। 

অনুষ্ঠান শেষে গাঁজায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়। তহবিলের অর্থ গাঁজায় খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য জরুরী সামগ্রী প্রেরণে ব্যয় করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত