আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বৃহস্পতিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ শুরু করেন।
সকালে তিনি ৫৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর, কদমতলী, মোহাম্মদবাগ ও মিরাজনগর সহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির পক্ষে ভোটপ্রার্থনা করেন।
গণসংযোগের শুরুতেই এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেয়। রাস্তাজুড়ে শোনা যায় স্লোগান “ ভোট চাই, দোয়া চাই রবিন ভাইয়ের জয় চাই”।
স্থানীয় দোকানপাট, মোড় ও পাড়ায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। দিনভর এ জনসংযোগ কর্মসূচী শেষ হয় একটি পথ সভার মধ্য দিয়ে। এরপর রাতে বর্ণমালা স্কুল, দনিয়া, যাত্রাবাড়ী এলাকায় উঠানবৈঠক করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।
এর আগে পথসভায় তানভীর আহমেদ রবিন বলেন, ঢাকা-৪ আসনকে একটি আধুনিক ও বসবাসযোগ্য এলাকায় রূপ দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে নির্বাচিত হলে শ্যামপুর ও কদমতলীতে মানসম্মত হাসপাতাল, খেলার মাঠ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার অবকাঠামো সংস্কার করব।
তিনি আরও বলেন, এই সরকার গণতন্ত্রকে বন্দি করে রেখেছে। জনগণ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই বিএনপি মাঠে নেমেছে। আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনব।
গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন দক্ষিণ বিএনপির সহসভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা হারুন অর রশিদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ আরও অনেকে।
কর্মসূচিতে মোহাম্মদবাগ ও মিরাজনগরে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলেন, “তানভীর রবিন তরুণ নেতৃত্বের প্রতীক, তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তাই আমরা পরিবর্তনের আশা দেখছি।”
৫৯ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শ্যামপুর-কদমতলীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার ও কর্মসংস্থানের অভাব নিরসনই আমার অগ্রাধিকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ছিল বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত।