বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, ‘নির্বাচিত হলে বিএনপি জনগনকে কল্যাণমুখী রাষ্ট্র উপহার দিবে। ইতিধ্যেই আপনারা রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফার কথা জেনেছেন। ওই ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ।’
তিনি আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘ভোলা-বরিশাল সেতু এবং ভোলায় সু-চিকিৎসার ব্যবস্থা এ জনপদের প্রাণের দাবি। এছাড়া এলাকার গ্যাস এলাকার মানুষ ব্যবহার করতে পারছেনা। আমি নির্বাচিত হলে জনগনের এ দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তবে শর্ত হল এলাকাকে শান্তিপূর্ণ এবং মাদকমুক্ত রাখতে হবে।’
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত সেই ৮৬ সাল থেকে মুনাফেকি রাজনীতির চর্চা করে আসছে। এখনও তারা ওই ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন বানচালসহ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে।’
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,ফজলুর রহমান বাচ্চু মোল্লা,শফিকুর রহমান কিরন সদস্য সচিব রাইসুল আলম, উপজেলা বিএনপি’র উপদেষ্টা আল এমরান খোকন,যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাছিম,সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির প্রমুখ।
এসময় উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের নেতৃত্বে ৩৫ জন জামায়াত নেতা-কমী বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।