শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
সাম্য হত্যার বিচার দাবিতে কুবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৩৬ PM
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে তিনটার দিকে অবস্থান কর্মসূচিটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীদের হাতে 'খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের ক্ষমা নাই', 'ভাই হত্যার বিচার চাই', 'ছাত্রদলের রক্ত, বৃথা যেতে দিব না', 'আমার ভাই করবে, খুনি কেন বাহিরে'- শীর্ষক লিখা যুক্ত প্লেকার্ড দেখা যায়। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আমাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যা হয়েছে আজ ৩ দিন হয়ে গিয়েছে অথচ এখনো সকল হত্যাকারিকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা প্রশাসন। অতিদ্রুত হত্যাকারিদের বিচার কার্যক্রম শেষ করতে হবে। ঢাবির ভিসি নিয়োগ হবার পর এপর্যন্ত ২ জন হত্যা হয়েছে ক্যাম্পাসে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিচার সম্পান্ন এখনো করতে পারেনি।

তিনি আরো বলেন, সাম্যের উপর হামলা হবার সাথে সাথেও ঢাবির প্রক্টোরিয়াল বডির সাথে যোগাযোগ করলে ২ ঘন্টা পার হলেও তারা সাড়া না দেবায় সাম্যকে বাঁচানো যায়নি। এর দায় কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। পরবর্তীতে সাম্য হত্যার প্রতিবাদে তার সহপাঠী বড় ভাই বোন ও বন্ধুদের বিক্ষোভে ঢাবির ভিসি উপস্থিত হয়ে যে উদ্যোতপূর্ণ আচরণ করেছে। একজন ভিসির এমন মাস্তানি আচরণ কখনোই গ্রহনযোগ্য নয়। আমরা এই অথর্ব প্রশাসন ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাই।

শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে। অতিদ্রুত সাম্য হত্যার বিচার সম্পন্ন না হলে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো। এবং সাম্য হত্যায় দায়িত্বে অবহেলার দায়ে ঢাবি ভিসির পদত্যাগ চাই।

উল্লেখ্য, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত