গাজীপুর টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকা থেকে হিরোইন ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হিরোইন ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে দক্ষিণ আরিচপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলোচিত মাদক কারবারি শিরিন সরদার (৪২), তার সহযোগী লিমা (৩৫),পায়েল (২৩), ফারজানা (২০), সালমা (২৫), মাহিমা (২৫), করুণা (৪১), মায়া (১৮) এবং সাকিব হাসান (১৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন যাবৎ টঙ্গীর আরিচপুর এলাকার মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানে আরিচপুর এলাকা তেকে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।