শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ভূঞাপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৬:৩৫ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে প্রতিভা ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে পৌর শহরের মুশারফ স্যার রেখা কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, ইবরাহীম খাঁ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মির্জা মহীউদ্দীন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংবাদিক আখতার হোসেন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঁইয়া সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ধারাবাহিকতায় এবারের এ আয়োজন। এতে ১০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানসহ ক্রেস্ট সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত