গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের সময়কালে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী।
আইএসপিআর জানিয়েছে, সেসময় ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল।
এদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ ১২ জন এবং স্ত্রী ও শিশু ৫১ জন পরিবারের সদস্য ছিলেন।
আজ বৃহস্পতিবার (২২ মে) রাতে বাংলাদেশ আর্মির অফিশিয়ালি ভেরিফাইড ফেসবুক পেইজে সেনানিবাসে অবস্থান নেওয়া সকলের তালিকা প্রকাশ করে সেনাবাহিনী।
সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা-