সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:০২ PM
চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি ডেসটিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘উনি রাতে ক্লাবের গেস্ট হাউজে ছিলেন। আমরা খবর পেয়ে এসেছি। কীভাবে কী হয়েছে পরে বিস্তারিত বলতে পারব।’

জানা যায়, হারুন-অর-রশীদের বয়স হয়েছিল ৭৭ বছর। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাব দেয়।
সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হারুন-অর-রশিদ ২০০৬ সালে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট পদে যোগ দেন। পরবর্তী কয়েক বছরে ডেসটিনি গ্রুপের ব্যবসা বিস্তৃত হতে দেখা যায়। তবে পরবর্তীতে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ব্যাপক বিক্ষোভের মধ্যে ২০১২ সালে তাকে কারাগারে যেতে হয়।

এর আগে, ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাপ্রধানের দায়িত্ব শেষে তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত