রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার খবর সঠিক নয়: মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৬:১৪ PM আপডেট: ২৬.০৫.২০২৫ ৬:৩৩ PM
শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা হয়েছে—এমন কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর ও সত্যনির্ভর নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় এলাকায় অবস্থিত পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পরে মধুটিলা রেঞ্জের দীর্ঘমেয়াদি বাগান এলাকা পরিদর্শনে রওনা দেন।

বিবৃতিতে আরও জানানো হয়, মধুটিলায় এক জনসভায় উপদেষ্টা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাতির আক্রমণে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করেন এবং প্রাকৃতিক বন রক্ষা ও হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পুরো সফর শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়।

তবে পরবর্তীতে একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও স্থানীয় ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডার একটি ঘটনা ঘটে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই ঘটনার সঙ্গে উপদেষ্টার সফরের কোনও সম্পর্ক নেই।

পরিবেশ মন্ত্রণালয় এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত