বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৯ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
পোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকগণের স্মারকলিপি প্রদান
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৬ PM

নওগাঁর পোরশায় প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ইউএনও রাকিবুল ইসলামের কার্যালয়ে তাকে এসব দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করেন উপজেলার সহকারী শিক্ষকরা।

স্মারকলিপিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি রাজবাড়ীতে সহকারী শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে একই দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলার সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, তারা স্মারকলিপি পেয়েছেন এবং বিষয়গুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত