বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
রামপুরায় ২৮ হত্যা
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ AM

রামপুরায় ২৮ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় চারজনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

আজও ট্রাইব্যুনালের আশপাশের এলাকা ছিল কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

রেদোয়ানুল ইসলাম ছাড়া অপর অভিযুক্ত হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। অপর দুই পলাতক আসামি হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

গত ২৪ নভেম্বর পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই দিন দুই সেনা কর্মকর্তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন ভার্চুয়ালি হাজিরা বা শুনানির আবেদন করেন। এ দুটি বিষয় নিয়েও আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পলাতক আসামিদের হাজিরে গণবিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত সহিংসতায় ২৮ জন নিহত হন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে প্রসিকিউশন।


আরও সংবাদ   বিষয়:  সেনা কর্মকর্তা   কড়া নিরাপত্তা   ট্রাইব্যুনাল   জুলাই গণ-হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত