বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মোনাজাত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৮ AM

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার যুবদল নেতা শাহিন মিয়ার বাড়ির মাদরাসার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থিত শিবচর উপজেলা যুবদলের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সুস্থ হয়ে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশা আমাদের।

দোয়া ও মোনাজাতে শিবচর উপজেলা বিএনপির সদস্য শামিম আহসান চৌধুরী, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান সিহাব,উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত