বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
খুলনায় অলিম্পিক ডে পালিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২২ PM
সমাবেশ, উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় অলিম্পিক ডে-২০২৫ পালিত হয়। 

এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এ অলিম্পিক-ডে পালনের মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গণে গতিশীলতা আসবে। আমাদের দ্রুত গতিতে চলতে হবে, যাতে খুলনার ক্রীড়াঙ্গণ আরো সচল হয়। তিনি বলেন, সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান খুলনায় আয়োজন করা দরকার। খুলনা বিভাগ ক্রীড়ামুখর হবে ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে এবং মাদক থেকে দূরে থাকবে। তরুণদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা আবশ্যক।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য আসিক হোসেন রিংকু, ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পারভীন সুলতানা লাভলি, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পরে অলিম্পিক ডে উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত