শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে গাছে ঝুলছিল নিখোঁজ যুবকের লাশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৪৩ PM
সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর নয়ন নাথ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর (নাথপাড়া) এলাকার মুক্তার পুকুরের উত্তর পাড়ের জঙ্গল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নয়ন ওই এলাকার কালাচাঁদের বাড়ির বাবুল নাথের ছেলে। তিনি পৌর সদরের প্রীতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে নয়ন দোকানে যাওয়ার পর দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসেন। পরে আত্মীয়স্বজনকে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা চান। কী কারণে টাকা দরকার জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। একপর্যায়ে মায়ের কাছে থাকা স্বর্ণের এক জোড়া দুল নিয়ে তিনি আবার বাইরে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।

পরিবারের সদস্যরা দিনভর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। সকালে বাড়ির পাশের মুক্তার পুকুরের জঙ্গলে একটি মেহগনি গাছে নয়নের মরদেহ ঝুলতে দেখেন পুকুরের মাছচাষি জাবাল হোসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা অর্জুন কুমার নাথ বলেন, ‘মরদেহটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা ছিল। আশপাশে ঘন জঙ্গল থাকায় কারও চোখে পড়েনি। তাঁর শরীরে ফোসকা ও গভীর আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকার জন্য তাঁকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করছি।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত