শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
কুষ্টিয়ায় গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:৫৫ PM
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। 

প্রতিযোগিতাটি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে দৌড়টি চৌড়হাস কুমাড়গাড়া পিবিআই মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পাঁচ কিলোমিটারের এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ২৫ জনকে মেডেল ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উজ্জামান, এনডিসি জাহিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার মো. তানভীর হোসেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, জুলাইয়ের প্রতিটি দিন আমাদের ইতিহাসের গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায় বহন করে। যারা তখন জীবন দিয়েছেন, তারা আমাদের সাহস ও চেতনার উৎস। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে সমতা, মানবিকতা ও সুবিচার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত