শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:১০ PM
খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। বর্তমানে ওই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত যুবক দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা তোতা ইসলামের ছেলে। পেশায় সে একজন দিনমজুর ছিল। 

রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো: আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলের বৃষ্টির সময়ে নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছিল। খুলনা থেকে রাজশাহী গামী সাগরদাড়ি ট্রেনের সাথে নাঈম ইসলাম প্রথমে ধাক্কা লাগে। পরে ট্রেনের নিচে চলে গেলে তার ডান হাত এবং বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের ধাক্কায় তারা শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তীতে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। 

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী গামী সাগরদাড়ি এক্সপ্রেসে কাটা পড়ে দিন মজুর নাঈম ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি অসাবধনতাবশত হয়েছে। মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত