ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম ওমর ফারুক (৩২)। গতকাল রোববার রাতে নগরের চট্টগ্রামের বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদ্রাসাতেই শিক্ষক হিসেবে রয়েছেন ওমর ফারুক। একাধিকবার ওই ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। সবশেষ ২৪ জুলাই ওই ছাত্র ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে তার বাবা গতকাল থানায় মামলা করেছেন।
দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী গতকাল রাতে পরিবারের কাছে ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করে। ভুক্তভোগীর কথায় উঠে আসে, এর আগেও একই শিক্ষক তাকে একাধিকবার এই পাশবিক নির্যাতনের শিকার করেছেন।
ঘটনার কথা শুনেই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে বন্দর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। এ সময় মাদ্রাসার কক্ষে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ পাওয়া যায়, যা ঘটনার সত্যতা নিশ্চিত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক ওমর ফারুক অপরাধ স্বীকারও করেন।
বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। আজ ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করা হবে।