মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৪২ PM
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের' আওতায় ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে নটরডেম স্কুল এণ্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে ৩১ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এবিএম মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন।

শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এসএসসি, এইচএসসি ও এসএসসি ভকেশনাল পরিক্ষায় যারা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকে শিক্ষা বোর্ড কর্তৃক শ্রীমঙ্গল থেকে ৩১ জনকে এই পুরস্কারের জন্য মনোনিত করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত