মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
মাইলস্টোনের শিক্ষার্থী উ ক্য চিং মারমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৪৯ PM
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাঙামাটির কিশোর উক্য চিং মারমার প্রতি শ্রদ্ধা জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার ইউনয়িনরে কিউংধং পাড়ায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার শ্মশানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিমান বাহিনী ছাড়াও উ ক্য চিং মারমার মা-বাবা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তারা উক্যচিং মারমার পরিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রতি সমবেদনা জানান।

বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী জানান, মাইলস্টোনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা সত্যিই হৃদয় বিদারক। আমরা এজন্য গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে এখানে আসা। এই ঘটনায় আহতের দ্রুত সুস্থতা কামনা করছি। বিমান বাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগণের সেবায় কাজ করে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত