ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় দুজন আহত হন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ রোম্মান (২০) নামে একজন মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ।
রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল মহালদি এলাকার বাসিন্দা।
কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
তিনি বলেন, আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।
হাফিজ আহমদ বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের একটি চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে পাশে থাকা দুই কর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।