শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
খুবিতে অ্যাক্রেডিটেশন ট্র্যাকার সফটওয়্যারের উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:৪৫ PM
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ১নং একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বিএসি অ্যাক্রেডিটেশন ট্র্যাকার সফটওয়্যারের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 

এসময় তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার অগ্রগতি মনিটরিং করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র তত্ত্বাবধায়নে আইসিটি সেল এই সফটওয়্যার তৈরি করেছে। যার মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সহজে ও দ্রুত জানা যাবে। 

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

উদ্বোধনের পর এই সফটওয়্যার পরিচালনার জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইসিটি সেলের প্রোগ্রামার প্রকৌশলী আইনুল মইন নূর এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী সোহেল আহমেদ প্রশিক্ষণ প্রদান করেন। 

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন এবং প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত