"মার্চ ফর জাস্টিস" দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বার অ্যাসোসিয়েশন চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যশোর শাখার সভাপতি আবু মোর্তজা। এতে সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক এম এ গফুর, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সহকারী সম্পাদক নুর আলম, সহকারী সম্পাদক সেলিম রেজা ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
আয়োজকেরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।