রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
‘রাজনীতি নামক অভিশাপ থেকে আমাদের দেশকে রক্ষা করো’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:৪৪ PM
অভিনেত্রী শবনম ফারিয়া যে খুবই স্পষ্টবাদী, সেটিও কারও অজানা নয়। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। বিশেষ করে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আশেপাশের মানুষ নিয়ে মতামত দিতে দেখা যায়। 
ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন। এর আগেও  জুলাই আন্দোলন নিয়ে তিনি কথা বলেছেন, আবারও এ বিষয়ে মতামত জানিয়েছেন এই অভিনেত্রী, সেইসাথে জানিয়েছেন দেশ নিয়ে নিজের ক্ষোভ। বিশেষকরে দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।
পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

তিনি লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!”
শবনম ফারিয়া একদম শেষে লিখেছন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত