রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
ভূঞাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল ও কমিটি গঠন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:০৯ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কাউন্সিল অধিবেশন ও কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে দেওয়ানবাড়ী মাদ্রাসা চত্বরে আয়োজিত এই কাউন্সিল অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুফতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামছুদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আনসার আলী, মাওলানা নুরুর রহমান, মাওলানা আল-আমিন কাসেমী ও মাওলানা মাহফুজুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সকলেই নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন এবং দিকনির্দেশনামূলক মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভূঞাপুর উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

কাউন্সিল শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূঞাপুর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে ২১ জনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়- মাওলানা মাহফুজুর রহমানকে। সাধারণ সম্পাদক মুফতি শহীদুল্লাহ্ আন্দিপুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরুল ইসলাম।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত