সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে স্মারকলিপি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৩৯ PM
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আজ রোববার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বাগেরহাট বাসীর মৌলিক অধিকার এবং তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে। গণতান্ত্রিক দেশে তাদের মতামত উপেক্ষা করে ও প্রচলিত বিধি-বিধান লংঘন করে নির্বাচন কমিশন একতরফাভাবে যে প্রস্তাব করেছে তাতে আমরা বাগেরহাটবাসী যারপর নাই ক্ষুব্ধ। আমরা জানতে পেরেছি যে, গাজীপুরের কোন এক নেতার নিকটাত্মীয় নির্বাচন কমিশনে কর্মরত আছেন এবং ওই বিশেষ নেতাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটি সংসদীয় আসন বাগেরহাট থেকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাগেরহাটের মানুষ নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ড সমর্থন করে না। আসন কমানোর এই সিদ্ধান্ত বাগেরহাটকে আরও বেশি অবহেলিত করবে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের দাবি, অতি দ্রুত এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। তা না হলে বাগেরহাটের মানুষের ক্ষোভ আর আন্দোলন সামলাতে সরকারের পক্ষে সহজ হবে না।

তিনি বলেন, ইতোমধ্যেই বাগেরহাটবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করেছে। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এসময়ে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নাবিল আহমেদ, ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত